সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় রাজ্য সরকার ফুটপাতের হকারদের উচ্ছেদ করলে, তাদের পাশে দাঁড়াবে বিজেপি। বাগদার উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এলাকার ফুটপাতের হকারদের উদ্দেশ্যে এমন প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
বাগদার উপনির্বাচন উপলক্ষ্যে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসের সমর্থনে রবিবার বাগদায় হাজির হয়েছিলেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন দলের আর এক সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডল সহ অন্যান্যরা।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, 'রাজ্যের তৃণমূল সরকার জেলার পাশাপাশি কলকাতার বিভিন্ন এলাকা সহ বিধাননগর এলাকায় ফুটপাতের হকারদের উচ্ছেদ করলেও বিশেষ কারণে কলকাতার মেটিয়াবুরুজ, খিদিরপুর, মোমিনপুর ইত্যাদি এলাকায় এই অভিযান চালাচ্ছে না।'
এলাকার ফুটপাতের হকারদের উদ্দেশ্যে তিনি এদিন বলেন, 'উপনির্বাচনের কারণে বাগদায় ফুটপাতের হকারদের আপাতত উচ্ছেদ করছে না রাজ্য সরকার। উপনির্বাচনে তৃণমূল জিতলেই এখানে ফুটপাতের হকারদের উচ্ছেদ করবে। তাই বিজেপি প্রার্থীকে জেতান। বিজেপি এলাকার ফুটপাতের হকারদের রক্ষা করবে।'
শান্তনু ঠাকুর তাঁর বক্তব্যে অভিযোগ করেন, 'বাগদা থানার পুলিশ রাতে রাতে বিজেপি কর্মী, সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে। এটা অবিলম্বে বন্ধ করুন। বাগদা থানা নিরপেক্ষভাবে কাজ না করলে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করতে বাধ্য হবে।' এদিন বিজেপি নেতারা প্রার্থীকে নিয়ে পায়ে হেঁটে এলাকায় প্রচারের কাজ সারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন