Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩০ জুন, ২০২৪

দেশকে বিশ্বকাপ জিতিয়ে জবাব দিলেন হার্দিক পান্ডিয়া, আবেগে চোখে জল

 ‌

Hardik-Pandya

সমকালীন প্রতিবেদন : কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্নভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তবে দেশের হয়ে লড়াই করার সংকল্প তাঁর থেকে কেড়ে নিতে পারেনি কোনো বিতর্কই। তাই শনিবার দেশকে বিশ্বকাপ জিতিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি হার্দিক। মাঠের মধ্যেই হাউ হাউ করে কাঁদতে দেখা গেছে তাঁকে। 

তারপর সতীর্থদের জড়িয়ে ধরেছেন এবং জাতীয় পতাকা নিয়ে মাঠে ঘুরেছেন। হার্দিক পান্ডিয়ার চোখের জল বুঝিয়ে দিচ্ছিল, কতটা স্বস্তি পেয়েছেন তিনি। জবাব দেওয়ার মঞ্চ ছিল তাঁর। দিয়েছেন জবাব। জানিয়েছেন, গত ৬ মাস ধরে এই দিনটারই অপেক্ষা করছিলেন তিনি।

বিশ্বকাপ জেতার পরে কথা বলতে গিয়ে হার্দিক বলেন, 'খুব আবেগপ্রবণ হয়ে পড়ছি। অনেক পরিশ্রম করেছি। কিন্তু সাফল্য আসছিল না। আমার কাছে এটা আরও বিশেষ মুহূর্ত। কারণ, গত ৬ মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। চুপ করে ছিলাম। একটাও কথা বলিনি। জানতাম, যদি পরিশ্রম করে যাই, তাহলে একদিন জবাব দেওয়ার সুযোগ পাব। জানতাম, একদিন এই দিনটা আসবে।' 

সময় কঠিন এলেও নিজেদের উপর বিশ্বাস ছিল বলে জানিয়েছেন হার্দিক। তিনি বলেন, 'আমাদের বিশ্বাস ছিল। পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি। শেষ পাঁচ ওভারের জন্য বুমরা ও বাকি বোলারদের ধন্যবাদ। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। প্রতিটা বলে ১০০ শতাংশ দিয়েছি। সব সময় চাপ সামলাতে ভালবাসি। এই ম্যাচেও চাপের মধ্যে থেকে জিতেছি।'‌

কোচ হিসাবে বিশ্বকাপ জিতেছেন রাহুল দ্রাবিড়। এর পরেই কোচের পদ ছাড়বেন তিনি। দ্রাবিড়ের জন্য খুশি হার্দিক। তিনি বলেন, 'দ্রাবিড় খুব ভাল মানুষ। ওঁর জন্য খুব আনন্দ হচ্ছে। ওঁর অধীনে খুব ভাল সময় কেটেছে। ওঁকে যে এই ধরনের বিদায় দিতে পেরেছি, তাতে আমরা খুব খুশি। আমাদের সম্পর্ক বন্ধুর মতো হয়ে গিয়েছিল।'‌ 

কথা বলার শেষ দিকে হার্দিকের কাছে চলে আসেন রোহিত। জড়িয়ে ধরে তাঁর গালে চুমু খান। তার পরে দু’জনে একসঙ্গে উল্লাসে মাতেন। আর এভাবেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটা অধ্যায় সম্পূর্ন করলো এই দলটা, যাদের লড়াই ও সাফল্যের উচ্ছাস, দেশবাসী মনে রাখবে কয়েকশো বছর পরেও। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন