সমকালীন প্রতিবেদন : নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। এমনই অভিযোগ এনে প্রতিবাদের সামিল হয়ে স্থানীয়রাই বন্ধ করে দিলেন রাস্তার কাজ। আর তাতেই ঘটল বিপত্তি। অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পড়তে হল প্রতিবাদীদের।
জানা গেছে, বনগাঁ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত জয়পুর এলাকায় দিন কয়েক আগে থেকে সিমেন্টের ঢালাই রাস্তা ও নিকাশী নালা কাজ শুরু হয়েছে। প্রায় ১ কিলোমিটার এই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের।
এলাকার মানুষের অভিযোগ, রাস্তা তৈরীর পর তা ভেঙে যাচ্ছে। শুক্রবার দুপুরে এলাকাবাসীরা প্রতিবাদ জানিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন। রাস্তার কাজ বন্ধ করে দেওয়ায় শাসক দলের পক্ষ থেকে তাদেরকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এব্যাপারে স্থানীয় বাসিন্দা পিন্টু দেবনাথ বলেন, 'আমরা দিন কয়েক ধরে লক্ষ্য করছি, যে রাস্তা তৈরি হচ্ছে তার স্লাব, নিকাশি নালার পাশের ইট ও রাস্তা জায়গায় জায়গায় ভেঙ্গে যাচ্ছে। এই নিয়ে আমরা প্রতিবাদ করে কাজ বন্ধ করে দিলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে আমাদের হুমকি দিয়ে যায়।'
এই নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন, 'এরা চুরি করবে কিন্তু বলা যাবে না। যারা ওখানে অন্যায়ের প্রতিবাদ করেছেন, উল্টে তাদের উপর চড়াও হয়েছে শাসক দলের লোকজন। মানুষ এই গুণ্ডামির বিরুদ্ধে গত ৪ তারিখে জবাব দিয়ে দিয়েছেন।'
অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষ। তিনি বলেন, 'আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় বাসিন্দা এবং ঠিকাদারের সঙ্গে কথা বলেছি, যাতে ভালো সামগ্রী দিয়ে কাজ করা হয়। বিরোধীদের কয়েকজন এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন