Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১১ মে, ২০২৪

ঘরের মাঠে ভারতের কাছে আবারো একবার লজ্জার হার বাংলাদেশের

Shame-on-Bangladesh

সমকালীন প্রতিবেদন : একদিকে ভারতে যখন আইপিএল চলছে, তখন বাংলাদেশের মাটিতে নতুন ইতিহাস লিখছে এই দেশের মেয়েরা। পাঁচটি ম্যাচের পাঁচটিতেই বাংলাদেশকে হারালো ভারত। এককথায়, বাংলাদেশের মহিলা দলকে হোয়াইটওয়াশ করল ভারতের মেয়েরা। 

টি-২০ ক্রিকেটে লজ্জার রেকর্ড রইল বাংলাদেশ মহিলা দলের নামের পাশে। ৫ ম্যাচের টি-২০ সিরিজে নিগার সুলতানাদের দলকে হোয়াইটওয়াশ করে দিলেন হরমনপ্রীত কউরের ভারতীয় দল। দাপটের সঙ্গে সিরিজের শেষ ম্যাচটিও জিতলেন ভারতের মেয়েরা। 

বাংলাদেশের সিলেটে টি-২০ সিরিজের শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করে টিম ইন্ডিয়া। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রানে আটকে যায়। 

২১ রানে ম্যাচ জেতে ভারত। সেই সঙ্গে ৫ ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে ৫-০ ব্যবধানে চুনকাম করেন হরমনপ্রীত কৌররা। গোটা সিরিজ জুড়ে বাংলাদেশের মাটিতে দাপট দেখায় ভারতের মেয়েরা। ফিল্ডিংয়ে কিছু ভুল হলেও ব্যাটিং ও বোলিংয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলের। 

ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বললেন, 'এই সিরিজটা ভারতীয় ক্রিকেট দল যেভাবে ঠাণ্ডা মাথায় জয়লাভ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই মনোভাবটাই আমরা বিশ্বকাপ পর্যন্ত টেনে নিয়ে যেতে চাই।' 

'ফিল্ডিং করতে গিয়ে আমরা বেশ কয়েকটা মিস করেছি। তবে কীভাবে এই সমস্যা কাটিয়ে উঠতে পারব, তা আমরা জানি। মহিলা প্রিমিয়ার লিগ থেকে বহু ভারতীয় ক্রিকেটার একটা আলাদা আত্মবিশ্বাস পেয়েছে। সেটাই এখন কাজে লাগছে।' 

'এই সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। পাশাপাশি যে শিক্ষা গ্রহণ করলাম, সেটা আশা করছি বিশ্বকাপে কাজে লাগাতে পারব। আশা করছি, বিশ্বকাপে আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারব। হয়তো সেটাই অপেক্ষা করছে অদূর ভবিষ্যতে।'‌ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন