Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

বনগাঁয় মতুয়া সমাজকেই নিজেদের ভোটব্যাঙ্ক বলে দাবি করলেন অমিত শাহ

 ‌

Amit-Shah

সমকালীন প্রতিবেদন : ‌'তৃণমূলের ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীরা। আর বিজেপির ভোটব্যাঙ্ক মতুয়া সমাজ।'‌ এমনই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ কার্যকরী করার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাধাদান করছেন বলেও অভিযোগ তোলেন তিনি। সিএএ কার্যকরী হবে বলে এদিনও তিনি জোরের সঙ্গে ঘোষণা করেন।

বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে মঙ্গলবার দুপুরে বনগাঁর আরএস ময়দানে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অমিত শাহ। ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং, কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, জেলা সভাপতি দেবদাস মন্ডল, বিধায়ক অশোক কীর্তনীয়া সহ অন্যান্যরা।

এদিন হরিচাঁদ–গুরুচাঁদ ঠাকুর এবং বড়মাকে প্রনাম জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন অমিত শাহ। তিনি অভিযোগের সুরে বলেন, 'সিএএ নিয়ে মমতা ব্যানার্জী মিথ্যে কথা বলছেন। অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটের রাজনীতি করছেন তৃণমূল। তাদের নাগরিক বানাচ্ছে আর মতুয়াদের সরনার্থী হিসেবে নাগরিকত্বের বিরোধীতা করছে।'

প্রতিশ্রুতি দিয়ে এদিন অমিত শাহ বলেন, 'ভোটে জেতার পর শান্তনু ঠাকুর সিএএ এর মাধ্যমে ঘরে ঘরে গিয়ে নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করবেন। নাগরিকত্বের জন্য আবেদন করলে কারোর কোনও সমস্যা হবে না। মতুয়া সহ অন্যান্য আবেদনকারীরা সম্মানের সঙ্গে এদেশে বসবাস করবেন। নাগরিকত্ব পাওয়া থেকে তাদের কেউ আটকাতে পারবে না।'‌  

সভায় উপস্থিত দলীয় কর্মীদের আশ্বস্ত করতে অমিত শাহ এদিন বলেন, 'দেশ জুড়ে এপর্যন্ত ৩৮০টি আসনে ভোট হয়ে গেছে। তারমধ্যে বিজেপি ২৭০টি আসনে জিতছে। আর রাজ্যের ৪২টি আসনের মধ্যে ইতিমধ্যেই ১৮টি আসনে জয় নিশ্চিত হয়েছে। আমাদের লক্ষ্য, গোটা দেশে ৪০০ আসনে জয়লাভ করা।'

অমিত শাহ আরও বলেন, 'রাজ্যে মমতা ব্যানার্জীর সময় শেষ হয়ে গেছে। লোকসভা নির্বাচনে বিজেপি ৩০টি আসন পেলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। বালি, কয়লা, গরু, শিক্ষাক্ষেত্রে তৃণমূলের যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের সবাইকে জেলে যেতে হবে।'‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন