Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৬ মার্চ, ২০২৪

নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে বনগাঁয় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ

 ‌

Unconditional-citizenship

সমকালীন প্রতিবেদন :‌ 'কোনমতেই কেন্দ্রীয় সরকারের লাগু করা সিএএ আমরা মানছি না মানবো না। আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই'– এই দাবি তুলে মতুয়াদের একাংশ শনিবার বিকেলে বিক্ষোভ দেখালেন। 

এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ বনগাঁর ১ নম্বর রেলগেট সংলগ্ন হরিচাঁদ ঠাকুরের মূর্তির সামনে জড়ো হন মতুয়া ভক্তরা। এরপর রেলগেট লাগোয়া যশোর রোডের উপর রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। 

তাদের একটাই দাবি, নিঃশর্ত নাগরিকত্ব চাই। আন্দোলনকারীদের অভিযোগ, 'বিজেপির নেতারা মুখে এক বলছেন, কাজে অন্যরকম করছেন। সিএএ নিয়ে দীর্ঘদিনের আন্দোলন আমাদের। অবশেষে কেন্দ্র সরকার সিএএ লাগু করেছে, তবে তা শর্তসাপেক্ষ।' 

আন্দোলনকারীদের ‌প্রশ্ন, 'সিএএ এর ক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করতে কেন লাগবে কাগজপত্র? আমরা তো চেয়েছিলাম নিঃশর্ত নাগরিকত্ব। নিঃশর্ত নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিনের আন্দোলন আমাদের।' 

‌নিজেদের দাবির সমর্থনে এদিন মতুয়া ভক্তরা প্রায় এক ঘন্টা যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ব্যস্ততম যশোর রোডে এক ঘন্টা ধরে অবরোধ চলায় এই রাস্তা সহ গোটা শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন