Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৬ মার্চ, ২০২৪

‌বনগাঁয় 'বাসন্তিকা'র বসন্ত উৎসব

Spring-festival

সমকালীন প্রতিবেদন : ‌ফাগুনে পলাশের সাজে সেজে উঠেছে প্রকৃতি। জানান দিচ্ছে, 'বসন্ত এসে গেছে'। ‌আর বসন্ত মানেই নানান রঙে সেজে ওঠা। আর প্রকৃতির সঙ্গে সেজে উঠতে এবারেও বসন্ত উৎসবের আয়োজন করল বনগাঁ সুসাংস্কৃতিক মনন।

শুক্রবার সন্ধেয় বনগাঁর পাবলিক লাইব্রেরির মাঠে বসেছিল 'বাসন্তিকা'র রঙিন আসর। তার আগে নাচ, গান, কবিতার মাধ্যমে একটি র‌্যালি বের হয়। সন্ধেয় খোলা আকাশের নিচে নাচ, গান, কবিতায় বসন্তকে আহ্বান জানান বিভিন্ন বয়সের কুশলীরা।

এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তা সংস্থার পক্ষে সোমাঞ্জনা মুন্সী জানান, গত ৬ বছর ধরে তাঁরা এই ধরনের উৎসবের আয়োজন করে আসছেন। এদিন ৩০ টি সাংস্কৃতিক সংস্থার প্রায় ৪০০ জন শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে শিল্পী এবং অতিথিদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন