Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

শাড়ি পরা নিয়ে টলিউড অভিনেত্রীর মন্তব্য ঘিরে তোলপাড়

Tollywood-actress

সমকালীন প্রতিবেদন : বর্ষীয়ান টলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের একটি সাক্ষাৎকার নিয়ে এই মুহূর্তে উত্তাল নেটপাড়া। তাঁর এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় সোশাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের দাবি, মমতা শঙ্কর তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে সব শ্রেণির মহিলাদের অসম্মান করেছেন। 

অনেকের মতে, বাংলা ছবির বর্ষীয়ান অভিনেত্রীর এমন মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি এক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত হয় মমতা শঙ্করের একটি সাক্ষাৎকার। যেখানে অভিনেত্রী মেয়েদের পোশাক পরা নিয়ে মন্তব্য করেন।

সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলে‌ছেন, 'আজকাল এমন হয়েছে যে, শাড়ি পরব কিন্তু আমার আঁচলটা ঠিকমতো থাকবে না। আগে আমরা যেরকম বলতাম রাস্তার মেয়ে, যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে বলতাম, তাঁরা ওরকমভাবে দাঁড়াত।' 

'কিংবা যদি গ্রামে কাজ করতে করতে শাড়ি সরে যেত। সেটা কোনও দোষের ছিল না। এরা মানুষকে আকর্ষিত করার জন্য করত, তাঁদেরও আমি শ্রদ্ধা করছি। তাঁরা তাঁদের পেশার জন্য এমনটা করছে।' 

‌এই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, 'আজকাল যাঁরা বিনা কারণে ওরকমভাবে শাড়ি পরেন, তারপর লোক কিছু বললে রেগে যান, মেয়েদের নীচু করা হচ্ছে! মেয়েরাই তো মেয়েদের নীচু করছে। পুরুষ সম্মান করবে কি করে, যদি আমাদের নিজেদের মর্যাদা না থাকে।'

মমতা ‌শঙ্করের এমন মন্তব্যে দুভাগে বিভক্ত হয়েছেন নেটিজেনরা। বেশিরভাগ নেটিজেনদের মতে, মহিলাদের নিয়ে আরেক মহিলার এমন মন্তব্য একেবারেই শ্রেয় নয়। সাক্ষাৎকারের স্ক্রিনশট নিয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করে রীতিমতো কটাক্ষ করা হচ্ছে মমতা শঙ্করকে। 

সোশাল মিডিয়ার এমন ট্রোল নিয়ে অভিনেত্রী অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। তবে মমতা শঙ্করের ট্রোলড হওয়ায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখলেন, 'মমতা শঙ্করের নামে অভিযোগ করার আগে বা তাঁকে কটাক্ষ করার আগে, বোঝার চেষ্টা করুন, উনি ঠিক কী বলতে চেয়েছেন।' 

আবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এই বিষয়ে রেগে আগুন। তিনি নিজেই হাত বাড়ালেন ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ানো মেয়েগুলোকে সঙ্গ দেবেন বলে। তাই তিনি একটি ছবি পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে একটা মেয়ে শাড়ির আঁচল হালকা নামিয়ে রেখেছে এবং দাঁড়িয়ে রয়েছে ল্যাম্প পোস্টের নিচে। এককথায় এই ঘটনায় এখন ‌দুটি ভাগে বিভক্ত বিনোদন দুনিয়াও। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন