Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

ফের একবার পূর্ণ গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে পৃথিবী

 

Solar-eclipse

সমকালীন প্রতিবেদন : আগামী ৮ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহনের সাক্ষী থাকতে চলেছেন পৃথিবীর কিছু দেশের বাসিন্দারা। ওইদিন ৪ মিনিট ২৮ সেকেন্ডের জন্য চাঁদ সম্পূর্ণ ঢেকে দেবে সূর্যকে। মেক্সিকো, আমেরিকা, কানাডা এবং উত্তর আমেরিকার সব জায়গা থেকেই এই দৃশ্য দেখা যাবে। 

তবে মেক্সিকোর উত্তর পশ্চিমের নাজাস গ্রাম থেকে সবচেয়ে ভালোভাবে এই সূর্যগ্রহণ দেখা যাবে। ৪ মিনিট ২৮ সেকেন্ড সূর্যকে পুরোপুরি ঢেকে ফেললেও এটি দীর্ঘতম সূর্যগ্রহণ নয়। এর চেয়েও বেশি সময় সূর্যকে ঢেকে ফেলার নজির রয়েছে ইতিহাসের পাতায়। 

জানেন কবে হয়েছিল সেই দীর্ঘতম সূর্যগ্রহণ? কয়েক বছর বা দশক নয় বরং যিশুখ্রিস্টের জন্মের আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব ৭৪৩ সালে হওয়া সূর্যগ্রহণ এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম হিসাবে বিবেচিত হয়, যা স্থায়ী হয়েছিল ৭ মিনিট ২৮ সেকেন্ড। 

সেই সূর্যগ্রহণ নিয়ে গবেষণা চালিয়ে নাসা জানিয়েছে, সেইবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা গিয়েছিল ভারত মহাসাগরের উপকূল থেকে। অর্থাৎ কেনিয়া, সোমালিয়ার মতো দেশের মানুষরা সাক্ষী থেকেছিলেন সেই বিরল দৃশ্যের। 

পরবর্তী ১৫০ বছরে দীর্ঘতম সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারে পৃথিবী। গবেষণায় দেখা গিয়েছে, ২১৮৬ সালের ১৬ জুলাই ফ্রেঞ্চ গিনি উপকূল থেকে আটলান্টিক সাগরে দীর্ঘতম সূর্যগ্রহণের দেখা মিলতে পারে, যা স্থায়ী হবে ৭ মিনিট ২৯ সেকেন্ড। 

সেই সময় চাঁদকেও আরো বড় আকারে দেখা যেতে পারে। কারণ, সেই সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম থাকবে। আগামী ৮ এপ্রিলের পর, ২০২৭ সালের ২ অগাস্ট ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে, যা স্থায়ী হবে ৬ মিনিট ২৩ সেকেন্ড। 

২০৪৫ সালের ১২ অগাস্ট হওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হবে ৬ মিনিট ৬ সেকেন্ড। ২০৬৩ সালের ২৪ অগাস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হবে ৫ মিনিট ৪৯। এখনও পর্যন্ত ২১ শতকে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটেছিল ২০০৯ সালের ২২ জুলাই, যা স্থায়ী হয়েছিল ৬ মিনিট ৩৯ সেকেন্ড। 

কয়েক বছর বাদে বাদে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেলেও এর মাঝে আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থাকে পৃথিবী। প্রতি বছর অন্তত দু'বার সূর্যগ্রহণ দেখা যায়। কখনও কখনও তা পাঁচবারও হতে পারে। কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরল ঘটনা। 

গড় অনুযায়ী, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১৮ মাস অন্তর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দেখা মেলে। তবে কোনও একটি অঞ্চল থেকে পর পর দু'বার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় ৩৭৫ বছর বাদে।‌







‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন