সমকালীন প্রতিবেদন : আধার কার্ড বাতিল নিয়ে সারা ভারত মতুয়া মহাসংঘ বৈঠক করে রাজ্যজুড়ে আন্দোলন করার সিদ্ধান্ত নিল। রাজ্যের সমস্ত ব্লকে এবং অঞ্চলে এই আন্দোলন সংগঠিত হবে বলে জানালেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঙ্ঘাধিপতি
মমতাবালা ঠাকুর।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পৌঁছেছে আধার কার্ড বাতিলের চিঠি। যার মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরাও। আর সেই কারণেই তাঁদের মধ্যে একদিকে আতঙ্ক যেমন বাড়ছে, তেমনি আন্দোলন সংগঠিত হচ্ছে।
আর এব্যাপারেই আধার কার্ড বাতিল নিয়ে সোমবার উত্তর ২৪ পরগণার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বৈঠক করল সারা ভারত মতুয়া মহাসংঘ। সেখানে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সংঙ্ঘাধিপতি মমতা ঠাকুর সহ সংঘের পদস্থ সদস্য এবং মতুয়া ভক্তরা।
বৈঠক শেষে মমতা ঠাকুর বলেন, 'যাদের আধারকার্ড বাতিল করা হচ্ছে, তাদের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ। কেন্দ্র ঘুরিয়ে ডিজিটাল এনআরসি করে দিল। মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে।'
তিনি আরও বলেন, 'কেন্দ্রের এই কর্মকান্ডের বিরুদ্ধে আগামী দিনে মতুয়াদের নিয়ে রাজ্যের সমস্ত অঞ্চল এবং ব্লকে ব্লকে আন্দোলন সংগঠিত হবে। তার পরও সমস্যার সমাধান না হলে ঠাকুরবাড়িতে আমরণ অণশনে বসা হবে।'
এব্যাপারে শান্তনু ঠাকুরের ক্ষমা চাওয়া প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন, 'যদি কোন টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে সেটা নিয়ে বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন না এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। শান্তনু ঠাকুর অন্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী'
মমতাবালা ঠাকুর এদিনের সাংবাদিক বৈঠকে বলেন, 'শান্তনু ঠাকুর যখন বলছেন, তা হলে তিনি এই সমস্যার সমাধান করে দিন। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের বলবো, সকলে শান্তনু ঠাকুরের বাড়িতে হাজির হয়ে সমস্যা সমাধান করে দেওয়ার দাবি জানান।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন