Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

শেষ টেস্ট খেলতে নামার আগেই বড় ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার

Australian-cricketer

সমকালীন প্রতিবেদন : নতুন বছরের প্রথম দিনেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সোমবার এক সাংবাদিক বৈঠকে ওয়ার্নার জানান, ভারতে বিশ্বকাপ জেতার আগে থেকেই একদিনের ক্রিকেট ছাড়ার কথা ভাবছিলেন। 

তিনি বলেছেন, 'পরিবারকে এবার সময় দেওয়া দরকার। সেই কারণেই একদিনের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের মাঝেই এই কথা একবার বলেছিলাম। ‌ভারতের মাটিতে বিশ্বকাপ জেতা দুর্দান্ত কৃতিত্ব।'

তাঁর কথায়, 'একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে বিভিন্ন দেশের টি২০ লিগে খেলার উপর মনোযোগ দিতে চাই। আমাদের একদিনের ক্রিকেট দলেরও এবার এগিয়ে যাওয়ার সময় হয়েছে।'‌ 

তবে তিনি এটাও জানিয়েছেন, যদি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দরকার হয় তাহলে আগামীদিনে সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখতে পারেন। এই বিষয়েও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওয়ার্নার। 

তিনি বলেন, 'আমি জানি যে, সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। যদি ততদিন পর্যন্ত ভাল ক্রিকেট খেলি বা খেলাটার সঙ্গে যুক্ত থাকি এবং সেই সময় যদি অস্ট্রেলিয়ার আমাকে দরকার হয়, তাহলে আমি আবার একদিনের ক্রিকেট খেলতে পারি।'‌

বিশ্বকাপ ফাইনালই দেশের হয়ে ওয়ার্নারের খেলা শেষ একদিনের ম্যাচ। ৩৭ বছরের এই ক্রিকেটার ১৬১টি একদিনের ম্যাচে ৬৯৩২ রান করেছেন। ২২টি শতরান এবং ৩৩টি অর্ধশতরান রয়েছে তাঁর। একদিনের ফরম্যাটে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কেরিয়ার শেষ করছেন তিনি। 

শতরানের তালিকায় রয়েছেন রিকি পন্টিংয়ের পরেই। একইসঙ্গে ভারতবাসীর কাছেও তিনি প্রিয়। তাই প্রিয় এই ক্রিকেটারের অবসরের খবর যেন মন খারাপিই ডেকে এনেছে ক্রিকেট মহলে। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন