সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বয়কটের হুঁশিয়ারি দিলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না পাকিস্তান। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ না খেলার কথা বললেও, বাস্তবে একের পর এক বৈঠকে ব্যস্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই টালবাহানার মূল কারণ হিসেবে উঠে আসছে সম্ভাব্য ভয়াবহ আর্থিক ক্ষতির আশঙ্কা।
একাধিক আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, পুরো বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তান প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার আইনি জটিলতায় পড়তে পারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৪৮ কোটি টাকা। বর্তমান আর্থিক সংকটে থাকা পাকিস্তানের পক্ষে এই বিপুল অঙ্ক বহন করা কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
শুধু তাই নয়, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং ও স্পনসরশিপ সংক্রান্ত চুক্তি ভাঙার অভিযোগে একাধিক মামলার মুখে পড়তে পারে তারা। এমনকি পুরো বিশ্বকাপ নয়, যদি শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা হয়, সেক্ষেত্রেও আর্থিক ঝুঁকি এড়ানো যাবে না। কারণ প্রতিটি ম্যাচ ঘিরেই সম্প্রচারকারী সংস্থা ও স্পনসরদের সঙ্গে আলাদা চুক্তি থাকে। একটি ম্যাচ বাতিল মানেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর বড় ক্ষতি, যার দায় পড়বে পাকিস্তানের উপরই।
এই পরিস্থিতিতে পাকিস্তান কার্যত ‘দুই নৌকায় পা’ দিয়ে চলেছে। একদিকে বয়কটের হুঁশিয়ারি, অন্যদিকে বিশ্বকাপের জন্য দল ঘোষণা। এমনকি কালো ব্যান্ড পরে খেলতে নামার ভাবনাও ঘোরাফেরা করছে। তবে সব রাজনৈতিক বার্তা ও প্রতিবাদের ঊর্ধ্বে এখন পাকিস্তানের সামনে সবচেয়ে বড় বাধা অর্থনৈতিক চাপ।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন