Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

বিরাট কোহলির থেকে কি ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী? বিতর্কের আসল সত্য প্রকাশ

Sourav-Ganguly

সমকালীন প্রতিবেদন : সালটা ২০২১। তখন চরম ফর্মে টিম ইন্ডিয়া। আইসিসি ট্রফি না জিতলেও অধিনায়ক হিসেবে ভারতকে এক অন্য দিশা দেখাচ্ছিলেন বিরাট কোহলি। কিন্তু আচমকা ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান কিং কোহলি। তাঁর এই পদক্ষেপের পিছনে সৌরভ গাঙ্গুলীকে দায়ী করেছিলেন ভক্তদের একাংশ। 

ভারতীয় ক্রিকেটে অন্যতম বিতর্কিত ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে এই ঘটনাটি। তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বনাম তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দ্বন্দ্বে উত্তাল হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। কলঙ্কিত হয়েছিল ভারতীয় ক্রিকেট। ইগোর যুদ্ধে প্রকাশ্যেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই পক্ষ।

তবে সেই সব ঘটনা এখন অতীত। এখন সেই লড়াই নেই। আর এই অবস্থায় সেই ঘটনার আসল সত্যিটা প্রকাশ করলেন সৌরভ স্বয়ং। দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে তিনি দাবি করলেন, বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে তাঁর অন্তত কোনও হাত ছিল না। 

এই মর্মে সৌরভ বলেন, 'বিরাট কোহলিকে মোটেই নেতৃত্ব থেকে সরিয়ে দিইনি। এর আগেও বহুবার এই বিষয়ে বলেছি। টি ২০’তে কোহলি মোটেই নেতৃত্বদানে আগ্রহী ছিল না।'‌ 

সৌরভ বলেন, 'এই বিষয়ে কোহলি সিদ্ধান্ত নেওয়ার পরেই ওঁকে বলি, তুমি যদি টি ২০-র নেতা হিসেবে থাকতে না চাও, তাহলে পুরোপুরি সীমিত ওভারের ক্যাপ্টেনশিপ থেকেই সরে যাও। টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে আলাদা আলাদা ক্যাপ্টেন থাকাই শ্রেয়।'‌

এছাড়াও, এদিন তিনি রোহিত শর্মার ক্যাপ্টেন্সি পাওয়া প্রসঙ্গে বলেন, 'রোহিত শর্মাকে জোর করে নেতৃত্ব দিতে বাধ্য করি। কারণ, ও তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে চাইছিল না। হয়ত এই বিষয়ে আমার কিছুটা অবদান রয়েছে।' 

সৌরভের কথায়, '‌প্রশাসনে যেই থাকুন না কেন, ক্রিকেটাররাই মাঠে নেমে পারফর্ম করে। মাঠের বাইরের ব্যক্তিরা সেই অবদান রাখতে পারেন না। আমাকে ক্রিকেটের উন্নতির জন্য বোর্ড প্রেসিডেন্ট করা হয়েছিল। তারই এটা অল্পস্বল্প অবদান।'‌ আর এই খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন