Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

পঞ্চায়েত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ‌বিডিওদের হুঁশিয়ারী দিয়ে বিক্ষোভ বিজেপির

 

Protest-of-BJP

সমকালীন প্রতিবেদন : দলের পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার রাজ্যের সমস্ত বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। রাজ্যের সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তারই অঙ্গ হিসেবে বনগাঁ বিডিও অফিসের সামনেও বিক্ষোভ দেখানো হয়। 

এদিন দুপুরে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল বনগাঁ বিডিও অফিসের সামনে এসে পৌঁছায়। হাজির ছিলেন বিজেপির অন্যান্য নেতা, কর্মীরাও। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অশোক কীর্তনীয়া অভিযোগ করেন, 'পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নির্দেশে, পুলিশের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন বিডিওরা অনৈতিকভাবে ভোট পরিচালনা করেছেন। কোথাও বিজেপি কর্মীদের ভোটকেন্দ্র থেকে মেরে বের করে দেওয়া হয়েছে, কোথাও গণনার সময় কারচুপি করা হয়েছে।' 

'আর এভাবেই মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। আগামীদিনে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে এইসব অসৎ আধিকারিকদের খুঁজে বের করবে। আর তখন রাজ্যের মানুষ এই আধিকারিকদেরকে বিবস্ত্র করে গণধোলাই দেবে, মুখে চুনকালি মাখাবে।'‌

এদিন বিজেপির এই কর্মসূচি চলাকালীন অবশ্য বনগাঁর বিডিও অর্ঘ দত্ত দপ্তরে উপস্থিত ছিলেন না। বিশেষ কাজে তিনি অন্যত্র ব্যস্ত ছিলেন। বিজেপি প্রতিনিধিদের সঙ্গে কথা বলে স্মারকলিপি জমা নেন জয়েন্ট বিডিও শরবিন্দু মাইতি


: এই সংক্রান্ত ভিডিও প্রতিবেদন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন :‌

এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দলের বিধায়ক অশোক কীর্তনীয়ার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল তাদের দাবি সম্বলিত স্মারকলিপি বনগাঁর জয়েন্ট বিডিও শরবিন্দু মাইতির কাছে জমা দেন। এই কর্মসূচির কারণে এদিন বিডিও অফিসের সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন