Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

২ কোটি টাকার মাদক সহ এসটিএফের জালে ২ পাচারকারী

 ‌

সমকালীন প্রতিবেদন : ‌রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (‌এসটিএফ) হাতে প্রচুর মাদক সহ ধরা পড়ল দুই মাদক পাচারকারী। তাদের কাছ থেকে দুই কোটি টাকারও বেশী মূল্যের নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মছলন্দপুর-তেঁতুলিয়া রোডের খাসপুরে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে ২ কিলো হেরোইন সহ ২ পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলেন তারা। 

ধৃতদের নাম বিপ্লব মণ্ডল এবং লিঙ্কণ কাঞ্জিলাল। দু'জনেরই বাড়ি উত্তর ২৪ পরগণার বনগাঁ থানা এলাকায়। এই দুই পাচারকারীর খোঁজে দীর্ঘদিন তল্লাশি চালাচ্ছিল এসটিএফ। ধৃতদের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় মাদক আইনের বিশেষ ধারায় মামলা রুজু করা হয়েছে। 

ধৃত ২ পাচারকারীকে বৃহস্পতিবার বারাসত জেলা আদালতে তোলা হয়। ধৃতরা এই মাদক কোথা থেকে সংগ্রহ করে কোথায় নিয়ে যাচ্ছিল, এসটিএফের অফিসারেরা তা জানার চেষ্টা করছেন। এদের সঙ্গে বড়সড়ো পাচারচক্রের কোনও যোগসূত্র আছে কি না, তাও জানার চেষ্টা করা হচ্ছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন