Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩১ মে, ২০২৩

গাইঘাটা থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ

 

BJP-position-protest

সমকালীন প্রতিবেদন : ‌'রাজ্যের পুলিশকর্মীদের জন্য দুটি আলাদা রঙের ডায়েরি তৈরি করছে বিজেপি নেতৃত্ব। এরমধ্যে যেসব পুলিশকর্মী তৃণমূলের পক্ষ নিয়ে কাজ করবেন, তাদের নাম লেখা হবে লাল ডায়েরিতে। আর যারা নিরপেক্ষভাবে কাজ করবেন, তাদের নাম লেখা হবে সাদা ডায়েরিতে। রাজ্যের বিজেপি ক্ষমতায় আসার পর সেই ডায়েরি অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।'‌

বুধবার দলের বিক্ষোভ কর্মসূচিতে এসে একপ্রকার হুমকির সূরেই একথা বললেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। এদিন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেখানে জেলা বিজেপির বিভিন্ন স্তরের নেতা, কর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় নেতৃত্বের অভিযোগ, বিজেপি করার কারণে পুলিশ বেছে বেছে কিছু বিজেপি নেতা, কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। থানার মধ্যে তৃণমূলের দালালচক্র তৈরি হয়েছে। তারা নানা অনৈতিক কাজ করে চলেছে। আর এইসবের বিরুদ্ধেই এদিন প্রতিবাদে নামে বিজেপি। 

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস এদিনের কর্মসূচি সম্পর্কে বলেন, 'বিজেপি কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করছে পুলিশ। মদ, জুয়া, সাট্টার কারবার চলছে রমরমিয়ে। আর তারই প্রতিবাদে এবং পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার দাবিতে গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।' 

এদিনের কর্মসূচিতে গাইঘাটার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বিজেপি কর্মী, সমর্থকেরা হাতে পোস্টার নিয়ে থানার গেটের সামনে হাজির হন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়। অবস্থান বিক্ষোভ শেষে বিজেপির এক প্রতিনিধি দল ১০ দফা দাবি নিয়ে থানায় স্মারকলিপি জমা দেয়৷ 




 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন