Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বাগদায় ফের তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ

 

Join-Congress

সমকালীন প্রতিবেদন : দিনকয়েক আগেই উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের নাটাবেড়িয়ার মাকরা গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ তৃণমুল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন।

আজ, রবিবার নতুন করে বাগদারই সিন্দ্রানী অঞ্চলের পাকাবাড়ী এলাকায় তৃণমূল নেতা সঞ্জিত সরকার এবং সন্ন্যাসী মৈত্রের নেতৃত্বে ২০ জন তৃণমূল কর্মী কংগ্রেস দলে যোগদান করেছেন।

একইসঙ্গে নলডুগারী এলাকার বেশ কিছু বিজেপি কর্মীও এদিন কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করল কংগ্রেস নেতৃত্ব। প্রবীর কীর্তনীয়া, মদন উকিল, শান্তি চক্রবর্তীর উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যোগদানের পর বহু মানুষের উপস্থিতিতে এলাকায় একটি মিছিলও বের হয়।

কংগ্রেস নেতা কৃষ্ণপদ চন্দ্র জানান, তৃণমূল সহ অন্যান্য দলের কর্মীরা এখন উপলব্ধি করতে পারছেন যে, এই রাজ্য কিম্বা দেশ চালাতে কংগ্রেসই একমাত্র বিকল্প এবং বিশ্বাসযোগ্য। তাই মানুষ সমস্ত ভয়ভীতি সরিয়ে কংগ্রেসের দিকে ঝুঁকছেন।

যদিও এব্যাপারে তৃণমূলের বক্তব্য, কংগ্রেস যাদের তৃণমূল কর্মী বলে দাবি করছে, তারা কেউই তৃণমূলের কর্মী নন। ফলে এই নিয়ে তৃণমূলের কোনও মাথাব্যথা নেই। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন