Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২২ মার্চ, ২০২৩

শহিদ মিনারে তৃণমূলের জনসমাবেশের প্রস্তুতিসভা বনগাঁয়

 

Trinamool-preparatory-meeting

সমকালীন প্রতিবেদন : ‌'‌বিজেপি পরিকল্পিতভাবে তৃণমূলের সবস্তরের নেতাদের ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয় দেখাচ্ছে। প্রতিহিংসার রাজনীতি করছে। আর তার বিরুদ্ধে তৃণমূল এবার লাগাতার রাজনৈতিক লড়াই এ নেমেছে।' এমনই অভিযোগ তুললেন হাবড়ার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আগামী ২৯ মার্চ কলকাতার শহিদ মিনারে তৃণমূল জনসমাবেশের আয়োজন করেছে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। সেই সমাবেশকে সামনে রেখে বুধবার বনগাঁ সাংগঠনিক জেলার দলীয় নেতা, কর্মীদের নিয়ে একটি প্রস্তুতিসভার আয়োজন করা হয়। 

এদিন এই সভায় উপস্থিত হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'বিজেপি যেভাবে প্রতিহিংসার রাজনীতি করছে, তার জবাব চাইতে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাবো। মানুষ যা রায় দেবেন, তাই মাথা পেতে নেব। আর এভাবেই রাজ্যকে বিজেপি শূন্য করে ছাড়বো।'‌

মুর্শিদাবাদের সম্প্রতিক উপনির্বাচনে বিরোধীদের অশুভ আতাত হয়েছে বলে অভিযোগ তুলে এদিন জ্যোতিপ্রিয় বলেন, 'তৃণমূলকে হারাতে বিজেপি এবং সিপিএমের ভোট কংগ্রেসে গেছে। এই অশুভ আতাত আগামীদিনে বিজেপি, সিপিএমের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে।'‌

এদিনের কর্মীসভায় উপস্থিত তৃণমূলের আর এক বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেন, 'স্কুলস্তরে নিয়োগে এতোবড় অনিয়ম হয়েছে, সেই বিষয়টি এতোদিন দল ধরতে পারে নি। একটা অশুভ চক্র এই কাজ করেছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দল যে স্বচ্ছতা বজায় রাখতে চায়, তার প্রমাণ সম্প্রতি হয়ে যাওয়া প্রাথমিক টেট পরীক্ষা।'‌

যদিও সেচমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল পাল্টা প্রশ্ন তোলেন, তৃণমূল যদি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকে, তাহলে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল, শান্তনু কে ? ‌২০১১ সালের আগে যদি নিয়োগ দুর্নীতি হয়ে থাকে, তাহলে তৃণমূল ক্ষমতায় আসার পর তদন্ত করে কেন শাস্তির ব্যবস্থা করে নি ?‌

বনগাঁর এদিনের কর্মীসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবরাজ চক্রবর্তী, বীণা মন্ডল, নারায়ণ গোস্বামী, বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ সহ দলের একাধিক নেতৃত্ব। এদিন বনগাঁর আগে বসিরহাটেও একইধরণের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন