সমকালীন প্রতিবেদন : পরিত্যক্ত পুকুর থেকে মানুষের মাথার খুলি উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হয় হাবড়া থানার পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, হাবড়ার হীরাপোল এলাকায় একটি পরিত্যক্ত পুকুর রয়েছে। দিন ১৫ আগেও ওই পুকুরে জল ছিল। বর্তমানে জল শুকিয়ে ডাঙায় পরিনত হয়েছে ওই পুকুর।
এদিন সেখানে ছাগল চড়াতে যান এলাকার এক বয়স্ক ব্যক্তি। আর তখনই তিনি দেখেন, শুকনো পুকুরের মাটির উপর একটি মানুষের মাথার খুলি পরে রয়েছে। আচমকা এমন দৃশ্য দেখে অবাক হয়ে যান তিনি।
এরপর বাড়িতে ফিরে পরিবারের অন্যান্য সদস্যদের তিনি এই বিষয়টি জানান। এরপর তারাই হাবড়া থানায় খবর দেন। খবর পেয়ে হাবড়া থানার পুলিশ সেখানে হাজির হয়ে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়।
খুলি উদ্ধারের খবর ছড়িয়ে পরতেই ওই এলাকায় হাজর হন এলাকার উৎসুক মানুষেরা। কিভাবে সেখানে মানুষের মাথার খুলি এলো, তা বুঝতে পারছেন না এলাকার মানুষ।
তবে স্থানীয়দের অনেকের ধারণা, যখন এই পুকুরে জল ছিল, তখন হয়তো বাইরে থেকে কোনও দেহ ভেসে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





.jpeg)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন