সমকালীন প্রতিবেদন : গোপনাঙ্গের ভেতরে করে সোনা পাচারের সময় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পরল এক সোনা পাচারকারী। আটক করা হয়েছে সোনার বিষ্কুট। ধৃতকে পরে শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা এলাকার ঘটনা।
বিএসএফ সূত্রে জানা গেছে, পাঁচু গোপাল মন্ডল নামে এক পাচারকারী বসিরহাটের স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসছিল। তার গতিবিধি দেখে সন্দেহ হয় হাকিমপুর সীমান্তে কর্মরত সীমান্ত রক্ষী বাহিনীর ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের।
ওই ব্যক্তিকে বিএসএফ ক্যাম্পে এনে তার দেহে তল্লাসী চালানোর পর তার গোপনাঙ্গের স্থল থেকে ৬ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধার হওয়া বিস্কুটের ওজন ৮০০ গ্রাম। বাজারমূল্য প্রায় ৫৩ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি থাইল্যান্ডের।
বিএসএফ জানতে পেরেছে, এই সোনার বিস্কুটগুলি থাইল্যান্ড থেকে মায়ানমার হয়ে বাংলাদেশ আসে। আর তারপর সেখান থেকে ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল। উদ্ধার হওয়া বিস্কুটগুলি এরপর শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ। ধৃতকে বসিরহাট আদালতে তোলা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন