Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ

Demonstration-in-court-premises

সৌদীপ ভট্টাচার্য : দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে উত্তর ২৪ পরগনা ‌জেলা পরিষদ সদস্য মতিয়ার সাপুইকে। আর এই দাবিতে সোমবার বারাসত জেলা আদালতের সামনে বিক্ষোভ জানালেন মৃতের পরিজনেরা। এদিন তাঁরা অপরাধীদের ফাঁসির দাবিতে সরব হন। 

দিন দুই আগে মতিয়ার সাপুই এর অস্বাভাবেক মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যায়, মোটর বাইক দূর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটিয়ে খুন করা হয়েছে।


পরিবারের সদস্যদের বক্তব্য, সিন্ডিকেট রাজ চালিয়ে একশ্রেণীর মানুষ লুট চালানোর উদ্দেশ্যে মতিয়ারকে খুন করেছে। এব্যাপারে তাঁরা রাজারহাট থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিকভাবে ৬ জনকে গ্রেপ্তার করে।


এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ গতকাল আরও ১ জনকে গ্রেপ্তার করে। এদিন তাকে বারাসত আদালতে তোলার সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে আদালতের সামনে বিক্ষোভ দেখান মতিয়ারের আত্মীয় পরিজনেরা। তাঁরা দাবি করেন, অপরাধীদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন