Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১০ আগস্ট, ২০২২

ট্রেনের চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন মহিলা

 

The-woman-survived

শম্পা গুপ্ত : ‌রেলের চালক এবং রেল পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক মহিলা। পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যা করার উদ্দেশ্যে বাড়ি তেকে বেরিয়ে রেল লাইনের উপর বসেছিলেন। দূর থেকে তা বুঝতে পেরে চালক ট্রেন থামিয়ে দেওয়ায় প্রাণে বেঁচে যান ওই মহিলা।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, পুরুলিয়া জেলার বাসিন্দা বছর ৩০ বয়সের ওই মহিলার বাড়িতে অশান্তি চলছে। স্বামীর সঙ্গে ঝগড়া করার পর এদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে আত্মহত্যা করার উদ্দেশ্যে ট্রেন আসার অপেক্ষায় রেললাইনের উপর বসেছিলেন।


দূর থেকে বিষয়টি আচ করতে পেরে ট্রেনের চালক গাড়ি থামিয়ে দেন। এরপর তিনি ট্রেন থেকে নেমে ওই মহিলার সঙ্গে কথা বলতেই ওই মহিলা কেঁদে ফেলেন। এরপর গোটা ঘটনা তাঁকে জানান। রেলের চালক সঙ্গে সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে স্থানীয় রেল কর্তৃপক্ষকে জানান।


রেলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় রেল সুরক্ষা বাহিনীকে। সেখান থেকে আরপিএফের এক মহিলা পুলিশ কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মহিলাকে বুঝিয়ে অফিসে নিয়ে যান। খবর দেওয়া হয় মহিলার স্বামীকে। এরপর ওই মহিলাকে তাঁর স্বামীর হাতে তুলে দেওয়া হয়।  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন