Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২১ আগস্ট, ২০২২

বহিরাগত ইস্যুতে সাতসকালেই উত্তেজনা বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডে

 

Excitement-in-Ward-No-14-of-Bongaon

সমকালীন প্রতিবেদন : বহিরাগত ইস্যুকে সামনে রেখে সাতসকালেই উত্তেজনার সৃষ্টি হল বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে। তৃণমূল অভিযোগ তোলে, বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া অন্য ওয়ার্ডের লোকজন সঙ্গে এনে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন।


অন্যদিকে, বিধায়কের বক্তব্য, তিনি এই ওয়ার্ডের বাসিন্দা এবং ভোটার। তিনি ভোট দিতে এসেছেন। ফলে তিনি কিভাবে বহিরাগত হলেন। এই বহিরাগত ইস্যুকে সামনে রেখে এদিন সকাল থেকে ১৪ নম্বর ওয়ার্ডের কেশবলাল বিদ্যাপীঠের ভোটকেন্দ্রের বাইরে উত্তেজনার সৃষ্টি হয়। 


উল্লেখ্য, এদিন সকাল ৭ টা থেকে দুটি ভোটকেন্দ্রে ভোটগ্রহন পর্ব শুরু হয়। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৪৭৭৬ জন। এদিন প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের মধ্যে মাস্ক বিলি করা হয়। 


এখনও পর্যন্ত বড় ধরনের কোনও গোলমালের খবর নেই। ‌তবে উত্তেজনার খবর পেয়ে ভোটকেন্দ্রে হাজির হন এই উপনির্বাচনের দায়িত্বে থাকা অবজার্ভার। তিনি প্রিসাইডিং অফিসারের কাছে গিয়ে ভোটগ্রহন সঠিকভাবে হচ্ছে কি না, সেব্যাপারে খোঁজখবর করেন।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন