Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বনগাঁ–বাগদা সড়কে ট্রাক–বাইক সংঘর্ষ, মৃত ১, আহত ২

 ‌

Truck-bike collision

সমকালীন প্রতিবেদন : পরিবার নিয়ে মোটর বাইকে করে বাড়ি ফেরার সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাইক আরোহীর স্ত্রী এবং মেয়ে। শুক্রবার বিকেলে বনগাঁ–বাগদা সড়কের উপর এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদার মালিপোঁতা এলাকার বাসিন্দা আজিবর মন্ডল (‌৪২)‌ নামে এক ব্যক্তি মোটরবাইকে করে স্ত্রী কোহিনুর মন্ড এবং মেয়েকে নিয়ে বনগাঁ থেকে বাড়ি ফিরছিলেন। বাগদা সড়ক ধরে যাওয়ার সময় বনগাঁ থানার আরামডাঙা এলাকায় আসার পর দুর্ঘটনার কবলে পরেন তাঁরা।


স্থানীয়রা জানান, বাগদার দিক থেকে বনগাঁর দিকে যাওয়া একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে তাঁদের মোটরবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই মারাত্মকভাবে জখম হন বাইক চালক আজিবর। তুলনায় কম জখম হন স্ত্রী ও মেয়ে। স্থানীয়রাই এরপর ৩ জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে সেখানেই মৃত্যু হয় আজিবরের।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন