Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৮ জুলাই, ২০২২

অবৈধ খাদান ভরাটে উদ্যোগ প্রশাসনের

 ‌

The-administration-initiative-to-fill-illegal-ditches

শম্পা গুপ্ত : ‌অবৈধ কয়লা খাদান ভরাটে উদ্যোগ নিল প্রশাসন। কয়লা পাচারকারীদের চুরি করে কয়লা উত্তলনের কারণে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেগুলিই ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার পুরুলিয়ার নিতুরিয়ার দেবীডাঙায় অবৈধ কয়লা খাদান ভরাটে উদ্যোগী হয়েছে নিতুরিয়া থানা, ইসিএল কর্তৃপক্ষ এবং সিআইএসএফ। 

ভামুরিয়া পঞ্চায়েতের দেবীডাঙা গ্রামে দামোদর নদীর তীরে পাথরের চাটান কেটে ইঁদুরের গর্তের মতো বেশ কয়েকটি খাদান খোঁড়া হয়েছে। সেখানে কয়লা মাফিয়ারা অবৈধভাবে কয়লা তুলে অন্যত্র পাচার করা হয়েছে বলে জানা গেছে। 

নিতুরিয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইসিএল কর্তৃপক্ষ এবং সিআইএসএফকে সঙ্গে নিয়ে সোমবার ওই এলাকায় অভিযান চালায়। অবৈধ খাদান ভরাট করার জন্য জেসিবি মেশিন নিয়ে যাওয়া হয়েছিল। যদিও খাদানগুলির কাছে জেসিবি মেশিন পৌঁছাতেই পারে নি। 


তাই খাদান ভরাটের কাজ বন্ধ করে একপ্রকার ফিরে আসতে বাধ্য হয় প্রশাসন। পুলিশ জানিয়েছে, উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে। পুলিশ আরও জানিয়েছে, এলাকায় কোনওভাবেই অবৈধ কয়লার কারবার করতে দেওয়া হবে না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন