শম্পা গুপ্ত : এবারে দুয়ারে সরকারের ধাঁচে 'গাঁয়ে বিধায়ক' কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষদের কাছে পৌঁছে যাচ্ছেন বিধায়ক। গ্রামে বসে সরাসরি গ্রামের মানুষদের সমস্যা শুনে তা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এমন অভিনব উদ্যোগ পুরুলিয়ার বাঘমুণ্ডীর তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর।
রবিবার নতুন এই কর্মসূচি শুরু হল বাঘমুন্ডির বুকাডি গ্রাম থেকে। এদিন বিধায়ক সুশান্ত মাহাতো ওই গ্রামে সশরীরে হাজির হয়ে এক এক করে গ্রামের সাধারণ মানুষদের সমস্যার কথা শোনেন। সঙ্গে সঙ্গে তা কাগজে লিপিবদ্ধও করেন।
এরমধ্যে যেগুলি ফোন করে তাৎক্ষনিক সমাধান সম্ভব, সেগুলি সঙ্গে সঙ্গে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেন বিধায়ক সুশান্ত মাহাতো। হাতের নাগালে বিধায়ককে পেয়ে নিজেদের সমস্যার কথা মন খুলে তুলে ধরেন গ্রামের মানুষ। আর এমন সুযোগ পেয়ে খুশি তাঁরা।
এব্যাপারে বিধায়ক সুশান্ত মাহাতো জানান, 'আগামী দিনে বাঘমুন্ডি বিধানসভা এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচির আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজে জেলায় জেলায় গিয়ে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। আর তাঁকে দেখেই অনুপ্রাণিত হয়ে এমন উদ্যোগ নিয়েছি।'
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, 'আমাদের মতো সাধারণ মানুষের সমস্যার কথা নেতা, মন্ত্রীদের কাছে পৌঁছানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এই প্রথম এমন কর্মসূচির সম্মুখিন হবার সুযোগ পাওয়া গেল। আর তাই নিজেদের সমস্যার কথা তুলে ধরা সম্ভব হল।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন