Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩ জুলাই, ২০২২

শহীদ জওয়ান সন্তু ব্যানার্জীকে শেষ শ্রদ্ধা

 ‌

Last-homage-to-Santu-Banerjee

সমকালীন প্রতিবেদন : ‌গান স্যালুটের মাধ্যমে সেনা বাহিনীর রীতি মেনে বনগাঁ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল বনগাঁর শহীদ জওয়ান সন্তু ব্যানার্জীর। সেনা আধিকারিকদের পাশাপাশি শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানান বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। শোকস্তব্ধ গোপালনগরের ব্যারাকপুর গ্রাম। 

গত বৃহস্পতিবার মণিপুরে ধসে যে ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যু হয়েছে, তারমধ্যে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ব্যারাকপুরের বাসিন্দা সন্তু ব্যানার্জীও রয়েছেন। সেনা বাহিনীর পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছাতেই শোকে বিহ্বল হয়ে পরেন পরিবারের সদস্যরা।

মার্চ মাসেই ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিয়েছিলেন সন্তু। কথা ছিল, জুলাই মাসে ছুটি নিয়ে বাড়িতে এসে নতুন তৈরি বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান করবেন। কিন্তু সেই আশা অপূর্ণই রয়ে গেল। জুলাই মাসে বাড়ি ফিরলেও সন্তু ফিরলেন কফিনবন্দি হয়ে। 

এদিন সকালে দমদম বিমান বন্দরে এসে পৌঁছায় শহীদ সন্তু ব্যানার্জীর মৃতদেহ। সেখান থেকে সেনা বাহিনীর গাড়িতে সড়কপথে দুপুরে গোপালনগরের বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পরেন পরিবার-পরিজনেরা। গোপালনগরে প্রাক্তন সেনা সংগঠনের পক্ষ থেকেও তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর শেষকৃত্যের জন্য সন্তুর মরদেহ বনগাঁ শ্মশানে নিয়ে আসা হয়। সেখানে আগে থেকেই সেনা বাহিনীর পক্ষ থেকে গান স্যালুটের প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেনা কর্তারা তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর গান স্যালুট দেওয়া হয়। এরপর এখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। 



  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন