Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৩ জুলাই, ২০২২

চাকরির নামে প্রতারণা, মূল পান্ডা গ্রেপ্তার

 

Cheating-in-the-name-of-job

সমকালীন প্রতিবেদন : ‌প্রতারণা চক্রের আরও এক পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত প্রতারক এই চক্রের মূল পান্ডা বলে জানা গেছে। এর আগে এই চক্রের আরও ৩ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে বুধবার বনগাঁ আদালতে তোলা হয়।

বেসরকারি ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে উত্তর ২৪ পরগনার বাগদার এক যুবতীর কাছ থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় এক প্রতারণা চক্র। আর তারই প্রেক্ষিতে বনগাঁর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই যুবতী।

সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নদীয়ার রানাঘাট থেকে ৩ প্রতারককে গ্রেপ্তার করে। আদালতে তোলার পর বিচারকের নির্দেশে তাদেরকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রের মূল পান্ডার হদিশ পায়।

সেই অনুযায়ী মঙ্গলবার রাতে নদীয়ার রানাঘাট থানার মেঠোপাড়া এলাকা থেকে বিশাল হেলা নামে এক প্রতারককে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই পুলিশের হাতে ধৃত সাগর দাস, বাচ্চু ঘোষ, আকাশ নাথ নামে ৩ প্রতারক এই বিশালের নির্দেশেই প্রতারণা চক্র চালায় বলে পুলিশ জানিয়েছে।





 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন