সৌদীপ ভট্টাচার্য : উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব দাসের উদ্যোগে ব্যারাকপুর এনসিসি উদ্যানে একটি কর্মমেলার আয়োজন করা হয়। এই কর্মমেলায় চাকরি প্রার্থীরা তাঁদের যোগ্যতা অনুযায়ী সিভি জমা দেন। এদিনের কর্মমেলায় প্রায় ৬০০ জন কর্মপ্রার্থী এই কর্মমেলায় অংশ নেন।
৮ টি বেসরকারি সংস্থা এই মেলায় তাদের প্রয়োজনমতো কর্মপ্রার্থী বেছে নেবেন। এই কর্মমেলায় যারা তাঁদের যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার জন্য নির্বাচিত হবেন, তাঁদের প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে। এই ধরনের উদ্যোগে আসতে পেরে কর্মপ্রার্থীরা যেমন খুশি, তেমনই খুশি উদ্যোক্তারাও।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, একজন কাউন্সিলরের উদ্যোগে এই ধরনের ব্যবস্থা এই প্রথম। এদিন সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর্মপ্রার্থীরা তাঁদের বায়োডেটা জমা করেন। উদ্যোক্তারা জানান, আজকেই প্রায় ৮০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। যাদের বায়োডেটা এখানে জমা রইল, তাঁদের থেকে বাছাই করে আগামী দিনে তাঁদের নিয়োগ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন