সমকালীন প্রতিবেদন : বনগাঁ শহরের বুকে বিশেষ অভিযান চালিয়ে দুই সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফের ১২৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা বনগাঁ হাসপাতাল চত্বর থেকে এই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। শহরের বুক থেকে বিএসএফ দুই সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করায় প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, অমিতাভ মিত্র ও জামালউদ্দিন মন্ডল নামে দুই দুষ্কৃতী বৃহস্পতিবার রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বনগাঁ হাসপাতাল চত্বর ঘুরে বেড়াচ্ছে। বিশেষ সূত্রে এই খবর পেয়ে হাসপাতাল চত্বরে হানা দেয় বিএসএফের ১২৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা। আর তখনই ধরা পরে এই দুই দুষ্কৃতী।
বনগাঁ আদালতের সরকারি আইনজীবী অসীম দে জানান, ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি দেশি বন্দুক, একটি স্কুটি এবং নগদ ২৬ হাজার ৮০০ ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। রাতেই তাদেরকে বনগাঁ পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। শুক্রবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ আদালতে পাঠায় পুলিশ।
এই সংক্রান্ত ভিডিও প্রতিবেদন দেখতে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন