শম্পা গুপ্ত : খেলাধুলাকে পাঠ্যসূচির অর্ন্তভূক্ত করার দাবি নিয়ে সাইকেলে দেশ ভ্রমণে বেরিয়েছেন ওড়িষার ভুবনেশ্বরের নাইজার এলাকার এক ছাত্র বিনীত কুমার। ঘুরতে ঘুরতে রবিবার তিনি পুরুলিয়ায় এসে পৌঁছান। সোমবার সকালে পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল থেকে রওনা দিলেন ধানবাদের উদ্দেশ্যে।
পুরুলিয়া শহর ছাড়ার আগে তাঁকে উৎসাহিত করতে সম্মান জানালো পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া স্কুল কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কল্যানপ্রসাদ মাহাতো, স্কুলের ক্রীড়া শিক্ষক তারকনাথ দত্ত, শিক্ষক শুভেন্দু মন্ডল সহ স্কুলের অন্যান্য শিক্ষক এবং পড়ুয়ারা।
এদিন পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া স্কুল থেকে বের হওয়ার আগে বিনীত কুমার জানান, 'খেলাধুলাকে পাঠ্যসূচির অর্ন্তভূক্ত করতে হবে, এই বিষয়কে সামনে রেখে সাইকেলে দেশ ভ্রমণে বেরিয়েছি।' তাঁর ভাবনা, 'অ্যাকাডেমিক নম্বর না মেলায় বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা খেলাধুলাতে আসতে চায় না। তাই পঠন-পাঠনের সঙ্গে খেলাধুলোকে অন্তর্ভুক্ত করা হলে আরও অনেকি এগিয়ে আসবে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন