Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২১ জুন, ২০২২

নতুন করে ‌ট্যারেন্টুলা‌র আতঙ্ক জঙ্গল মহলে

 

Tarantula-panic

শম্পা গুপ্ত : ট্যারেন্টুলা‌র আতঙ্ক নতুন করে গ্রাস করেছে পুরুলিয়ার রঘুনাথপুর এলাকার মানুষকে। কালো লোমযুক্ত ধুসর বর্ণের এই মাকড়সাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। রঘুনাথপুর ১ নম্বর ব্লক এলাকার জিয়াড়া গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই এই ধরনের মাকড়সা দেখা যাচ্ছে ওই এলাকায়।

এখানকার বাসিন্দারা জানান, বর্ষার সময় গ্রামে এই ধরনের মাকড়সার দেখা মেলে। আকারে প্রায় পাঁচ ইঞ্চির এই মাকড়সাটিকে দেখলেই আতঙ্কিত হতে হয়। আগের অভিজ্ঞতা অনুয়ায়ী গ্রামবাসীদের ধারনা, এটি বিষাক্ত ট্যারেন্টুলা। জানা গেছে, সোমবার সন্ধেয় নিজের বাড়িতে এইরকম একটি ট্যারেন্টুলা দেখে তিনি সেটিকে ধরে ফেলেন। 

এই প্রাণীটিকে ধরার সময় তার হাতের সঙ্গে স্পর্শ হয়ে যাওয়ায় চুলকুনি শুরু হয়ে যায় তার। পরে সেটিকে বোতলবন্দি করে তিনি বন দপ্তরের হতে তুলে দেন। রঘুনাথপুর রেঞ্জ অফিসার বিবেককুমার ওঝা অবশ্য বলেন, এটির নাম ট্যারেন্টুলা হলেও এতে আতঙ্কিত হবার মতো কিছু নেই। বৃষ্টির কারণে এই প্রাণীগুলির আস্তানা নষ্ট হয়ে যাওয়ায় তারা গৃহস্থের বাড়িতে ঢুকে পরছে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন