সৌদীপ ভট্টাচার্য : দেশের সব প্রান্তেই নতুন করে বাড়তে শুরু করেছে করোনা। আর তাই এখনই সাধারণ মানুষ এব্যাপারে সচেতন না হলে আগামীদিনে বড় আকারে সংক্রমণ দেখা দেবে। এব্যাপারে মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহন করল ব্যারাকপুর পুলিশ করিশনারেট।
মাস কয়েক ধরে অনেকটা স্বাভাবিক থাকার পর ফের নতুন করে করোনা সংক্রমনের সংখ্যা বাড়তে শুরু করেছে। আর এই অবস্থায় নতুন করে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। কারণ, মাস্ক ব্যবহার না করলে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের ব্যাপারে মানুষকে সচেতন করতে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে মাইক প্রচারের পাশাপাশি মাস্ক বিলি করা হয়। হাতে স্যানিটাইজার দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে মানুষকে মাস্ক ব্যবহার করার ব্যাপারে জোর দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন