Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৬ জুন, ২০২২

শুভেচ্ছা ‌জানাতে মাধ্যমিকের ৪ কৃতীর বাড়িতে হাজির বিধায়ক

 

MLA-in-the-house-of-4-student

সমকালীন প্রতিবেদন : এবছরের মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের ৪ পরীক্ষার্থী। এদের মধ্যে ৩ জন পেয়েছে ৬৭৫ এবং একজন পেয়েছে ৬৭৪ নম্বর। সোমবার এই ৪ কৃতী পরীক্ষার্থীর বাড়িতে হাজির হলেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী। 

কৃতীদের আশীর্বাদ, শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে ফুল, মিষ্টি, মেমেন্টো তুলে দিলেন। আগামী দিনে পড়াশোনা সংক্রান্ত কোনওরকম সহযোগিতার প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাসও দিলেন। বিধায়ক নারায়ন গোস্বামী জানান, 'এই কৃতীদের উৎসাহিত করতে এবং তাদের ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয়, সেই কামনা নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছিলাম।'

শুভেচ্ছা জানাতে বিধায়ক নিজে বাড়িতে হাজির হওয়ায় খুশি অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের কৃতী ছাত্র প্রসূন বসু। সে এবছরের মাধ্যমিক পরীক্ষায় ৬৭৫ নম্বর পেয়েছে। আগামী দিনে চিকিৎসক হতে চায় প্রসূন বসু। পথ কঠিন হলেও সেই পথ অতিক্রম করার যথাসাধ্য চেষ্টা করবে। এদিন এমনই জানালো সে।

প্রসূনের মতো তার স্কুল থেকে এবছর একই নম্বর পেয়েছে আর এক ছাত্র বাপ্পা দত্ত। আশ্চর্যের হলেও অশোকনগরের বানীপীঠ গার্লস হাইস্কুলের প্রত্যুষা দাসও ওই একই নম্বর পেয়ে এবছর মাধ্যমিক পাশ করেছে। ওই স্কুলের আরও এক কৃতী ছাত্রী তুলি সেন পেয়েছে ৬৭৪ নম্বর। এদিন এই ৪ পরীক্ষার্থীর বাড়িতেই গিয়েছিলেন বিধায়ক নারায়ন গোস্বামী।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন