Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

বিশ্ব যোগা প্রতিযোগিতায় বাংলার ৫০ প্রতিযোগী

4-contestants-of-Purulia

শম্পা গুপ্ত : বিশ্ব যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ কর‌ছেন পুরুলিয়া জেলার ৪ জন প্রতিযোগী। শুক্রবারই তাঁরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তার আগে আজ, বৃহস্পতিবার বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া এই ৪ প্রতিযোগীর হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হল। 

আগামী ২৭ এবং ২৮ জুন দিল্লির গাজিয়াবাদে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব যোগা প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন পুরুলিয়ার চার প্রতিযোগী। তাঁরা হলেন, ৭ থেকে ১০ বছর বয়সী বিভাগে অর্পিতা সহিস ও সমৃদ্ধা মুখার্জি, সিনিয়ার উইমেন্স বিভাগে সুযোগ পেয়েছেন আশা ভট্টাচার্য এবং ৩১ থেকে ৪০ বিভাগে সুযোগ পেয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জীব মিশ্র।

উল্লেখ্য, এবারের এই বিশ্ব যোগা প্রতিযোগিতায় বাংলার হয়ে বিভিন্ন বিভাগে মোট ৫০ জন অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে পুরুলিয়ার ৪ প্রতিযোগী ভালো ফল করবে বলে আশা করছেন পুরুলিয়া টাউন ফিজিক্যাল এন্ড যোগা অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা এই প্রতিযোগীদের প্রশিক্ষক ফটিক ধীবর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন