Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২০ মে, ২০২২

মহিলা বক্সিং এ ভারতকন্যার বিশ্বজয়

 

World-conquest-of-India

দেবাশীষ গোস্বামী : আবার এক ভারতকন্যার বিশ্বজয়। গতকাল তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৫২ ‌কেজি বিভাগে ভারতের তেলেঙ্গানার মেয়ে নিখত জারিন থাইল্যান্ডের প্রতিযোগী জুটামাস জিটপং কে ৫-০ ফলাফলে হারিয়ে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেন। 

নিখত জারিন ভারতের পঞ্চম প্রতিযোগী হিসেবে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। এর আগে এমসি মারি কম, সারিতা দেবী, জেনি আর এল এবং লেখা কেসি এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। 

নিখত জারিন এর আগে মহিলাদের জুনিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছিলেন। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। তাঁর এই সাফল্যে খুশি ভারতের ক্রীড়া জগৎ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন