সৌদীপ ভট্টাচার্য : গদ্দারদের জন্য আজ থেকে তৃণমূলের দরজা বন্ধ। সোমবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরের জনসভায় এমনই জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন দলের একাধিক সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান সহ রাজ্যের একাধিক মন্ত্রী।
এদিনের সভা থেকে কেন্দ্র সরকার এবং রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিষেক। পাশাপাশি, তিনি বলেন, গদ্দারদের জন্য আজ থেকে দরজা বন্ধ। যেভাবে গোটা ব্যারাকপুর জুড়ে বিজেপি সন্ত্রাস করেছিল, তার বিরুদ্ধে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, ২০১৯ সালের তৃণমূল আর ২০২২ সালের তৃণমূলের মধ্যে অনেক পার্থক্য। তৃণমূল এখন একটি বটবৃক্ষে পরিনত হয়েছে। বিজেপি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিতে লাইন পরে যাচ্ছে। এদিন, জেলা এবং রাজ্য যুব তৃণমূলের পক্ষ থেকে একাধিক উপহার তুলে দেওয়া হয় সর্বভারতীয় যুব নেতার হাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন