Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৬ মে, ২০২২

বহুমূল্যের প্রবাল ‌আটক বন দপ্তরের

 

Precious-coral-detained-forest-department

সৌদীপ ভটাচার্য : অ্যাকুয়ারিয়ামের দোকান থেকে বহুমূল্যের সামুদ্রিক প্রবাল উদ্ধার করল রাজ্য বন দপ্তর। এই ঘটনায় ওই দোকানের ৩ জন কর্মচারিকে গ্রেপ্তার করা হয়েছে। দোকানের মালিক পলাতক। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুরে ঘোলা থানা এলাকায়। 

বন দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে যে, ঘোলা থানার চন্ডীতলা এলাকায় একটি অ্যাকুয়ারিয়ামের দোকানে ওয়াইল্ড লাইফ আর্টিকেলস বিক্রির জন্য মজুত করা হয়েছে। সেই খবরের ভিত্তিতে বন দপ্তরের এক প্রতিনিধিদল ওই দোকানে হানা দেয়।

এদিনের অভিযানে ওই দোকান থেকে বন দপ্তরের আধিকারিকেরা প্রচুর সামুদ্রিক প্রবাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় বন দপ্তরের অফিসারেরা সম্রাট সেন, সৌরদীপ দোলুই এবং দেবাশীষ দে নামে দোকানের তিন জন কর্মীকে গ্রেপ্তার করে। দোকানের মালিক উজ্জল চৌধুরি অবশ্য পলাতক। 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন