Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৬ মে, ২০২২

‌দিনের টুকিটাকি : ‌৬ মে, ২০২২

উন্নয়নের পথে

উন্নয়নের পথে ১১ বছর। এই শিরোনামে রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার। ব্লক, পুরসভার পাশাপাশি বনগাঁ মহকুমা স্তরেও এই কর্মসূচি পালন করা হচ্ছে। মূলত গত ১১ বছর ধরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কি কি জনমুখি প্রকল্প চালু করেছে, সেগুলির সুবিধা কিভাবে পাওয়া যাবে, সেব্যাপারে মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর পাশাপাশি, আলাদাভাবে 'পাড়ায় সমাধান'‌ এর শিবিরও শুরু হয়েছে। ৫ মে থেকে শুরু করে ২০ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। এরপর ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে দুয়ারে সরকার এর শিবির।


মদ আটক

১৫০ লিটার অবৈধ মদ সহ একটি গাড়ি এবং একজনকে গ্রেপ্তার করলো পুরুলিয়ার সাঁতুড়ি থানার পুলিশ হল। ধৃতের নাম গনেশ গঁড়াই। বাড়ি বাঁকুড়া জেলার সালতোড়া থানা এলাকায়। বৃহস্পতিবার রাতে সাঁতুড়ি থানার সামনে একটি সাদা রংয়ের চারচাকা গাড়িকে আটকায় পুলিশ। গাড়ির ভেতর তল্লাশী চালিয়ে প্রায় ১৫০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়। তাতে বিদেশী মদও রয়েছে। গাড়ি সহ গাড়ির চালক তথা গাড়ির মালিক গনেশ গঁড়াইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতকে শুক্রবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন