Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ মে, ২০২২

বিপজ্জনক গাছের ডাল কাটার নির্দেশ জেলাশাসকের

 

Instructions-for-cutting-tree-branches

সমকালীন প্রতিবেদন : যশোর রোডের ধারের প্রাচীন গাছগুলির বিপজ্জনক এবং মৃত ডাল কাটার এব্যাপারে এবার উদ্যোগী হল মানবাধিকার সংগঠন এপিডিআর। বুধবার সংগঠনের এক প্রতিনিধিদল জাতীয় সড়ক কর্তৃপক্ষের দপ্তরে গিয়ে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের আবেদন জানান। একই আবেদন জানানো হয়েছে বন দপ্তর, মহকুমা শাসক, জেলা শাসকের কাছেও। 

এদিকে, গোটা দায় এপিডিআরের উপর চাপিয়ে জাতীয় সড়ক দপ্তরের দাবি, এপিডিআরের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গাছ কাটা সংক্রান্ত মামলা দায়ের হওয়ায় গাছ বা গাছের ডাল কাটা সম্ভব হচ্ছে না। তারপরেও গাছের মৃত ডাল নিয়মিত কাটা হয় বলে দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের।

এব্যাপারে এদিন বনগাঁয় প্রশাসনিক বৈঠক শেষে জেলা শাসক সুমিত গুপ্তা জানান, যশোর রোডের দুধারের গাছগুলি পরিচর্যার ব্যাপারে জাতীয় সড়ক ‌কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বন দপ্তরকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার কথাও বলা হয়েছে। 

উল্লেখ্য, পরিচর্যার অভাবে যশোর রোডের দুধারের প্রাচীন গাছের ডাল ভেঙে প্রতি বছর একাধিক সাধারণ মানুষের মৃত্যু এবং আহত হবার ঘটনা ঘটছে। গত রবিবারও গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় গাছের ডাল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। এব্যাপারে স্থানীয় মানুষ প্রতিবাদে সোচ্চার হওয়ায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন