শম্পা গুপ্ত : পুরসভার উদ্যোগে বায়ো টয়লেট বসানো হল। এই উদ্যোগ পুরুলিয়া পুরসভার। এদিন পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রাহেড়গোড়ায় বসানো হলো দুটি বায়ো টয়লেট। উদ্বোধন করলেন পুরপ্রধান নবেন্দু মাহালি। এব্যাপারে পুরপ্রধান জানান, উন্মুক্ত জায়গায় শৌচকর্ম করা বন্ধ করতে এই ব্যবস্থা নিয়েছে পুরসভা।
জানা গেছে, স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে প্রতিটি বাড়িতে যাতে সুলভ শৌচালয়ের ব্যবস্থা থাকে, তার ব্যবস্থা করতে কাজ চলছে দ্রুত গতিতে। তবে শহরের বস্তি এলাকায় বর্তমানে একটি পরিবার একাধিক পরিবারে বিভক্ত হয়ে যাওয়ায় তাদের বাড়িতে শৌচালয় বানানোর পর্যাপ্ত জায়গা না থাকায় তারা বর্তমানে খোলা মাঠেই শৌচকর্ম সারছেন।
এই ধরনের মানুষদের কথা মাথায় রেখে কমিইউনিটি বায়ো টয়লেটের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের ভিত্তিতে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা ব্যয়ে একেকটি বায়ো টয়লেট কিনে বসানোর কাজ শুরু করেছে পুরসভা। আগামী দিনে পুরসভা আরও কয়েকটি বস্তি এলাকায় এই ধরনের বায়ো টয়লেট বসানোর পরিকল্পনা নিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন