Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

দরিদ্র আদিবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান

 ‌

Providing-food-items-to-poor-tribals

সমকালীন প্রতিবেদন : ‌করোনা পরিস্থিতির কারণে এখনও গ্রামাঞ্চলের অনেক জায়গাতেই মানুষ সমস্যায় রয়েছেন। তাঁদের জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দিয়েছে এই অতিমারী। আর এবার এমন অভাবী মানুষদের পাশে দাঁড়ালেন বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

শনিবার সংগঠনের মূল দুই উদ্যোক্তা শোভন বৈদ্য এবং রাজীব গোস্বামীর উদ্যোগে বনগাঁ ব্লকের দিঘাড়ী গ্রাম পঞ্চায়েতের খেদাইতলা গ্রামের দরিদ্র পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। এদিন মোট ৪০০ পরিবারের হাতে চাল, আলু, সয়াবিন এবং লবনের প্যাকেট তুলে দেওয়া হয়।

খেদাইতলা গ্রামটিতে মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। দিন আনা দিন খাওয়া এইসব পরিবারগুলির মধ্যেও করোনা অতিমারীর পরোক্ষ প্রভাব পরেছে। আগের থেকে খারাপ হয়েছে আর্থিক পরিস্থিতি। অনেকেই ঠিকমতো রোজগার করতে পারছেন না।

নিজেদের সামাজিক কাজের ক্ষেত্র হিসেবে এমন গ্রামকেই বেছে নিয়েছেন উদ্যোক্তারা। এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে খুশি গ্রামের এই দরিদ্র পরিবারগুলির সদস্যরা। আগামী দিনে এভাবেই অরাজনৈতিকভাবে দরিদ্র মানুষের পাশে থাকতে চান শোভন, রাজীবেরা। এমনই জানালেন তাঁরা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন