Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৭ মার্চ, ২০২২

মাধ্যমিক পরীক্ষার্থীদের চারাগাছ, ‌পেন দিয়ে স্বাগত

 

Seedlings-of-secondary-examinees

সমকালীন প্রতিবেদন : উৎসাহ দিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের চারাগাছ ‌এবং পেন দিয়ে স্বাগত জানাল জেলা প্রশাসন। এমনই অভিনব উদ্যোগ বীরভূম জেলা প্রশাসনের। এমন উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা। বীরভূম জেলার ১৯ টি ব্লকের ১২৭ টি কেন্দ্রে এবছর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। 


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর বীরভূম জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ হাজার ৯৪২ জন। করোনা পরিস্থিতির কারণে গত বছর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। এবছর পরিস্থিতি অনেকটা ভালো থাকায় অফ লাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। 


জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীরা একটু উদ্বিগ্ন থাকে। আর তাই তারা যাতে খুব স্বাভাবিক ছন্দে এবং মনে জোর পেয়ে পরীক্ষা দিতে পারে তারজন্য তাদের হাতে চারাগাছ এবং পেন তুলে দেওয়া হল বলে জানালেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। এদিন তিনি নিজে হাতে করে পরীক্ষার্থীদের হাতে চারাগাছ, পেন তুলে দেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন