Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

বনগাঁ থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক

Drugs-worth-lakhs-of-rupees-recovered-from-Bangaon

সমকালীন প্রতিবেদন : ‌কয়েক লক্ষ টাকা মূল্যের মাদক সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। মাদকের পাশাপাশি নগদ টাকাও উদ্ধার হয়েছে। বুধবার রাতে বনগাঁ থানার ঠাকুরপল্লী এলাকায় এই অভিযান চালায় পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বারাসতের বিশেষ আদালতে তোলা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কালু দত্ত। তার বাড়ি বনগাঁর ঠাকুর পল্লী এলাকায়। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি মাদক পাচারের সঙ্গে যুক্ত। বুধবার রাতে পুলিশের কাছে খবর আসে, ঠাকুরপল্লী এলাকায় কালু দত্তর বাড়িতে প্রচুর মাদকের বোতল মজুত করা হয়েছে।


এই খবর পেয়ে এদিন রাতে পুলিশ কালুর বাড়িতে হানা দিয়ে ৭০০ বোতল কোডাইন ফসফেট উদ্ধার করে। তার সঙ্গে উদ্ধার হয় নগদ ৮ লক্ষ ৮৮ হাজার ৫৪০ নগদ টাকা। পুলিশের দাবি, এগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।   





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন