Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৯ মার্চ, ২০২২

থানা‌য় ঢুকে বিক্ষোভ, ফের হাতাহাতি, আক্রান্ত পুলিশ

 ‌

Demonstration-in-police-station-clashes-again

সমকালীন প্রতিবেদন : ‌দুপুরে প্রথমে এলাকায় দুপক্ষের মধ্যে হাতাহাতি। সেই ঘটনার অভিযোগ জানাতে থানায় এসে থানার ভেতরেও আর এক প্রস্থ হাতাহাতিতে জড়ালো দুপক্ষ। থানার ভেতরে চলতে থাকা বিক্ষোভ সামাল দিতে গিয়ে হেনস্থা হতে হল পুলিশ কর্মীদের। শুক্রবার রাতে বনগাঁ থানা চত্ত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।


জানা গেছে, শুক্রবার বিকেলে বনগাঁ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে দুপক্ষের মধ্যে গোলমাল বাধে। ওই এলাকার কংগ্রেস প্রার্থী মলয় আঢ্য এবং তার অনুগামীদের অভিযোগ, তৃণমূলের লোকেরা তাদের একাধিকজনকে মারধোর করেছে। অন্যদিকে, এই ওয়ার্ডের তৃণমূল কর্মীদের অভিযোগ, কংগ্রেস কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। মাথা ফাঁটিয়ে দিয়েছে। 

এই ঘটনার পর দুপক্ষই থানায় এসে অভিযোগ জানাতে গেলে ফের দুপক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। থানার ভেতরে ঢুকে এবং সিঁড়ির উপর বসে পরে বিক্ষোভ দেখানো হয়। এব্যাপারে ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী মলয় আঢ্য অভিযোগ করেন, 'ভোটের পর থেকে তাঁর অনুগামীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আর এদিন হামলা চালানো হয়। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।'


তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি শঙ্কর আঢ্য প্রশ্ন তোলেন, 'থানার ভেতরে কিভাবে প্রায় ২০০ টি হকি স্টিক এলো, সি সি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করা হোক। তৃণমূলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।

উপ পুরপ্রধান জ্যোৎস্না আঢ্য জানান, 'এতোদিন বনগাঁয় কোনও গোলমাল ছিল না। সম্প্রতি এই ঘটনা বেড়ে গেছে। নিজেদের মধ্যেই গোলমাল বাধছে। প্রশাসনের কাছে একটাই দাবি, এলাকার মানুষকে শান্তিপূর্ণভাবে বসবাস করার ব্যবস্থা করে দিন।'‌


এব্যাপারে পুরপ্রধান গোপাল শেঠ বলেন, 'স্থানীয়ভাবে ৩ নম্বর ওয়ার্ডে একটি গোলমাল হয়েছিল। পরে তা মিটেও যায়। কিন্তু কংগ্রেসের পক্ষ তেকে পরে এই বিষয়টিকে উষ্কে দিয়ে নতুন করে গোলমাল বাধানোর চেষ্টা হয়। তৃণমূলে থেকে কেউ যদি কংগ্রেসকে মদত দেয়, তাহলে দলীয়ভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের উর্দ্ধতন করর্তৃপক্ষকে জানানো হয়েছে।'‌

এদিকে, শনিবার দুপুরে তৃণমূল নেতৃত্বে এই বিষয়ে দলের জেলা কার্যালয়ে জরুরী বৈঠক করে। সেখানে নেতৃত্বের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে পদাধীকারীদের সাক্ষরিত একটি অভিযোগপত্র দলের রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। এব্যাপারে পরবর্তীতে দলের রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ জানান।  







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন