Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২১ মার্চ, ২০২২

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য সৃষ্টিশ্রী মেলা

 

Creation-fair-for-women-of-self-reliant-groups

শম্পা গুপ্ত : ‌পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে পুরুলিয়া জেলায় অনুষ্ঠিত হলো সৃষ্টিশ্রী মেলা। এই মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিস বাজারজাত করার ব্যাপারে বিশেষ উদ্যোগী ভূমিকা নিল রাজ্য সরকার। 

সোমবার দুপুরে পুরুলিয়ার এমএস ময়দানে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের কর্মধ্যক্ষ এবং জেলা প্রশাসনে আধিকারিকেরা। 

উদ্বোধনের পর জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি বলেন, 'স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি করে স্বনির্ভর করতে রাজ্য সরকারের উদ্যোগে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে।'‌ 


মেলায় জেলার বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসকে স্থান দেওয়া হয়েছে। সেগুলি প্রদর্শনীর পাশাপাশি বিক্রির ব্যবস্থাও করা হয়েছে। মেলামঞ্চে প্রতিদিনই নানা সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। মেলা চলবে আগামী চব্বিশে মার্চ পর্যন্ত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন