সৌদীপ ভট্টাচার্য : উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার পুরপ্রধান এবং উপ পুরপ্রধান পদে অভিজ্ঞতার পরিবর্তে তারুণ্যের ওপরই ভরসা রাখল তৃণমূল রাজ্য নেতৃত্ব। এই পুরসভার পুরপ্রধানের দায়িত্ব দেওয়া হল গত পুর বোর্ডের উপ পুরপ্রধান তথা বর্তমানে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি অশনী মুখোপাধ্যায়কে।
এর পাশাপাশি, উপ পুরপ্রধান করা হয়েছে গত পুর বোর্ডের পুর পারিষদ তথা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস দাশগুপ্তকে। অশনি মুখোপাধ্যায় এবং তাপস দাশগুপ্ত দু'জনেই এবারের পুর নির্বাচনে যথাক্রমে ১৯ এবং ৩০ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন।
অন্যদিকে, বারাসত পুরসভার ১২ বছরের প্রাক্তন পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়কে এবারে আর স্বপদে ফিরিয়ে আনা হল না। তিনি এবার জয়ী হয়েছেন তাঁর পুরনো ২৪ নম্বর ওয়ার্ড থেকে। উল্লেখ্য, ভোটের ফলাফল প্রকাশিত হবার পর থেকেই বারাসত পুরসভার প্রধান হিসেবে সুনীল মুখোপাধ্যায় এবং অশনি মুখোপাধ্যায়ের নাম ঘুরে ফিরে আলোচনায় উঠে আসছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন