Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

ELECTION :‌ বনগাঁ, হাবড়া, অশোকনগরে শেষপর্বের প্রচার জমজমাট

 

The-publicity-of-the-last-episode-is-in-full-swing

সমকালীন প্রতিবেদন : ‌সেলিব্রিটিদের উপস্থিতিতে জমে উঠলো শেষ দিনের ভোটপ্রচার। পাশাপাশি, শেষ মুহূর্তের ভোট প্রচারে প্রতিটি পাড়া, অলিগলি সড়গরম হয়ে উঠলো। শুক্রবার বিকেল ৫ টায় পুর ভোটের ভোট প্রচার শেষ হল। আর শেষ দিনের এই প্রচারে জমে উঠলো বনগাঁ থেকে হাবড়া সর্বত্রই। সেলিব্রিটিদের এনে শেষ মুহূর্তের প্রচার জমিয়ে দিল তৃণমূল।

এদিন দুপুরে বনগাঁয় মহা মিছিল বের করে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এদিন বনগাঁর খেলাঘর ময়দান থেকে মিছিল বের হয়ে ত্রিকোন পার্ক, রায় ব্রিজ, মতিগঞ্জ, বিএসএফ ক্যাম্প মোড়, রাখালদাস সেতু, বাটা মোড় হয়ে ১ নম্বর রেলগেটে শেষ হয়।  

ধামসা–মাদল, আদিবাসী নৃত্য সহ নানা উপকরণে রঙিন হয়ে ওঠে মিছিল। হুডখোলা গাড়িতে প্রার্থীদের পাশে নিয়ে ভোট প্রচার করেন শতাব্দী। তিনি বলেন, 'মানুষের উচ্ছ্বাসই বলে দিচ্ছে, বনগাঁয় তৃণমূলের সব প্রার্থী জিতবেন।'


এদিকে, এদিন বনগাঁর ৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে মহা মিছিল বের হয়। মিছিলে মানুষের উপস্থিতিতেই খুশি ঋতুপর্ণা বলেন, 'মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে, আমার জয় নিশ্চিত।' এদিন বিভিন্ন দলের প্রার্থীরা এলাকায় ছোট ছোট পথসভাও করেন।


এদিন, হাবড়ায় তৃণমূল প্রার্থীদের হয়ে আরও একবার প্রচারে নামলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। গাড়িতে উপস্থিত ছিলেন প্রার্থী নারায়ণ সাহা সহ অন্যান্যরা।


অন্যদিকে, অশোকনগরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে আসেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এলাকায় গাড়িতে করে প্রচারের পাশাপাশি পথসভাও করেন। উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। শ্রাবন্তী বলেন, 'দল বদল করার অনেক কারণ আছে। তৃণমূল সবসময় আমার পাশে ছিল, এখনও আছে।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন