Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

জঙ্গল মহলে জয় জোহার মেলা

 

Joy-Johar-Mela-in-Jungle-Mahal

শম্পা গুপ্ত : ‌রাজ্য সরকারের উদ্যোগে জঙ্গল মহলে শুরু হয়েছে জয় জোহার মেলা। রাজ্যের অনগ্রসর শ্রেনীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের আয়োজনে পুরুলিয়ার নিতুরিয়া ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় নিতুরিয়ার কচবেল কমিউনিটি হলে শুরু হয়েছে এই মেলা।  


ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন রঘুনাথপুরের মহকুমা শাসক প্রিয়দর্শীনি ভট্টাচার্য। এদিন আদিবাসী নৃত্যের মাধ্যমে মহকুমা শাসককে অনুষ্ঠানে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতুরিয়ার বিডিও অজয় কুমার সামন্ত, নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী টুডু (সরেন), নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শান্তিভূষন যাদব সহ অন্যান্যরা।   


এই মেলায় রাজ্যের অনগ্রসর শ্রেনীকল্যাণ ও তপশিলি বিভাগ, মৎস্য দপ্তর, উদ্যানপালন বিভাগ, কৃষি বিভাগ, বন বিভাগ, নিতুরিয়া ল্যাম্পস লিমিটেড, স্বনির্ভর ও স্বনিযুক্ত বিভাগের পাশাপাশি মাটির সৃষ্টির স্টল রাখা হয়েছে। আজ, বৃহস্পতিবার শেষ হল এই মেলা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন