প্রশিক্ষন শিবির
পুরুলিয়া জেলা গ্রামোন্নয়ন শাখার উদ্যোগে এবং নিতুরিয়া উন্নয়ন ব্লকের রুপায়নে স্বনির্ভরদলের স্কুল ইউনিফর্ম তৈরির বিশেষ প্রশিক্ষন শিবির চলছে নিতুরিয়ার কর্মতীর্থে। প্রশিক্ষক রঞ্জিত মুদি জানান, এই বিশেষ প্রশিক্ষন শিবিরে দীঘা ও সরবড়ি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর দলের ৩০ জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছেন। এর আগেও তাঁরা টেলারিং এর প্রশিক্ষন নিয়েছেন। এই বিশেষ প্রশিক্ষন ৭ দিন ধরে চলবে। স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম তৈরি করে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ শিবির বলে জানালেন দীঘা স্বনির্ভর দলের সদস্য ভবানী মাজি।বামেদের তালিকা
বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হল। আর এদিনই পুরুলিয়ায় বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষনা করলো। এদিন সিপিএমের জেলা কার্যালয়ে বামফ্রন্টের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। পুরুলিয়া ছাড়াও রঘুনাথপুর এবং ঝালদা পুরসভারও আলাদা তালিকা প্রকাশ করা হয়। যদিও তিন পুরসভার মোট ১২ টি আসনে প্রার্থীদের নাম পরে জানানো হবে জানান জেলা সিপিএম সম্পাদক প্রদীপ রায়। এবার নতুন এবং তরুন মুখদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রচারে তারা তৃণমূল এবং বিজেপির অনুন্নয়নের বিষয়টি তুলে ধরবেন বলে জানান। বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে বলেন, এর ফলে চরম দুর্দশায় পড়েছেন সাধারণ মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন